পন্ডশ্রম কবিতার মূলভাব - পণ্ডশ্রম কবিতা মূলভাব
পন্ডশ্রম কবিতার মূলভাব
পণ্ডশ্রম কবিতাটি কবি শামসুর রহমানের একটি ব্যাঙ্গাত্মকধর্মী কবিতা । এ কবিতায় তিনি ব্যঙ্গাত্মকভাবে সমাজের একটি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেছেন । কবিতাটির মূল উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা যে কোন কিছু ঠিকমতো যাচাই বাছাই না করে সিদ্ধান্ত নেওয়া উচিত নয় । চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে এবং বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কোন কাজে হাত দেওয়া উচিত । তথ্য যাচাই-বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না । এই কবিতাটি আমাদেরকে কোন কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নেওয়ার বিরুদ্ধে সর্তক করে । তথ্য যাচাই-বাছাই না করে সিদ্ধান্ত নিলে কাজের আশানুরূপ ফলাফল পাওয়া যায় না । অধিকাংশ ক্ষেত্রেই তা ভুল সিদ্ধান্ত গ্রহণ করা হয়, যার ফলে শারীরিক, মানসিক ও সম্পদের ভুল ব্যবহার হয় । পরিশেষে সকল কষ্ট বৃথা যায়, যাহা মোটেই কাম্য নয় ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url