পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য - পন্ডশ্রম কবিতার বিষয়বস্তু

পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য - পন্ডশ্রম কবিতার বিষয়বস্তু


পন্ডশ্রম কবিতার বৈশিষ্ট্য

পণ্ডশ্রম একটি ছড়া জাতীয় কবিতা । এখানে নিচের বৈশিষ্ট্য গুলো দেখা যায়:

১। পণ্ডশ্রম কবিতায় একটি সামাজিক বিষয়কে ব্যঙ্গার্থকভাবে তুলে ধরা হয়েছে । এই ছড়ার মূল বিষয় কোন কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নিতে নেই । চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয় ।

২। এই কবিতায় প্রতি স্তবকের দ্বিতীয় ও চতুর্থ চরণের শেষে মিল রয়েছে । যেমন: চিলে-মিলে, উড়ে-খুঁড়ে ইত্যাদি । 

৩। কবিতাটি তালে তালে পড়া যায় । যেমন:
/এই নিয়েছে/ ঐ নিল যা
/কান নিয়েছে/চিলে।
/চিলের পিছে/ঘুরছি মরে
/আমরা সবাই /মিলে ।

৪। এই কবিতার তাল অল্প ব্যবধানের৷ এবং এর গতি বা লয় দ্রুত । 

৫। কবিতাটিতে শব্দরূপের কিছু পরিবর্তন ঘটেছে । যেমন: নেই - নেইকো, সেখানেই - সেখানটাতেই, নয় - নয়কো ইত্যাদি ।

৬। কবিতাটিতে স্তবক আছে ।


পন্ডশ্রম কবিতার বিষয়বস্তু

পণ্ডশ্রম কবিতায় একটি সামাজিক বিষয়কে ব্যঙ্গার্থকভাবে তুলে ধরা হয়েছে । এই ছড়ার মূল বিষয় কোন কিছু ঠিকমতো যাচাই না করে সিদ্ধান্ত নিতে নেই । চোখ দিয়ে দেখে, কান দিয়ে শুনে, বুদ্ধি দিয়ে বিবেচনা করে তবেই কাজে নামতে হয় । মূলত এটাই হলো পন্ডশ্রম কবিতার বিষয়বস্তু




এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url