তাহারেই পড়ে মনে কবিতার অনুধাবনমূলক প্রশ্ন - “অলখের পাথার বাহিয়া”- চিত্রকল্পটির মর্মার্থ ব্যাখ্যা কর।

“অলখের পাথার বাহিয়া”- চিত্রকল্পটির মর্মার্থ ব্যাখ্যা কর


উত্তর : সুদূরতম ইঙ্গিত প্রদান করার লক্ষ্যে কবি “অলখের পাথার বাহিয়া” চিত্রকল্পের অবতারণা করেছেন । “অলখের পাথার বাহিয়া”-বাক্যটির আভিধানিক অর্থ দাঁড়ায় দৃষ্টিসীমার বাইরে সমুদ্রপথে ছুটে চলা কোনো কিছু । ‘তাহারেই পড়ে মনে’ কবিতায় স্মৃতিভারাক্রান্ত কবির মনে বসন্তের আগমনের দৃশ্যটির দূরত্ব বুঝাতে এই চিত্রকল্পটি ব্যবহৃত হয়েছে । কবির হৃদয়ে যেন বসন্তের আগমনের মতোই সুদূর সমুদ্রপথ পাড়ি দিয়ে কোনো এক সুখকর স্মৃতি দুয়ারে এসে হানা দেয় । এখানে প্রিয়-মানুষটির চিরতরে হারিয়ে যাওয়ার বিষয়টির প্রতিও ইঙ্গিত প্রদান করা হয়েছে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url