“তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।” – পঙ্ক্তি দুটি বুঝিয়ে লেখ

উত্তর : কবি সুফিয়া কামাল অকাল বৈধব্যের শিকার । তাঁর হৃদয় দুঃখে-শোকে মুহ্যমান । কবির সে শোকদগ্ধ মনে ঋতুরাজ বসন্তের অপরূপ সমারোহে আগমন কোনো আনন্দের বাণী নিয়ে আসে নি । কবির মন এতই আনমনা যে, তিনি খেয়ালি করেন নি প্রকৃতিতে কখন ঋতুরাজের আগমন ঘটেছে কেননা কবির চেতনা আজ বিমূঢ় ফুলের সুবাস ও পাখির কলরব তাঁর চিত্তে পুলক শিহরণ জাগায় নি । তাঁর বিরহকাতর ব্যথাদীর্ণ হৃদয়ের অনন্ত হাহাকারের জন্যই কবি এসবের সন্ধান রাখেন না । কবি এত ফুলের সৌরভ, দখিনা সমীকরণ দেখে এতটুকুও আবেগকম্পিত হন নি । অন্তরে তাঁর কোনো শিহরণ জাগে নি । তিনি মৌন, তিনি উদাসীন হয়ে আছে ।

কবির অনুরাগী জনৈক ভক্তের বসন্তকে বরণ করে নেয়ার মিনতি জানানোর পর কবি জানতে চাইলেন দিগন্তের পথ বেয়ে সৌন্দর্যের পসরা বোঝাই তরীখানি এসেছে কি না । বসন্তের কোনো আগমনী বাণী তিনি শুনতে পায়নি কেননা কবির মন এখনো শীতের ঋতুতেই আচ্ছন্ন হয়ে আছে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url