“তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান? ডেকেছে কি সে আমারে? শুনি নাই, রাখি নি সন্ধান।” – পঙ্ক্তি দুটি বুঝিয়ে লেখ
উত্তর : কবি সুফিয়া কামাল অকাল বৈধব্যের শিকার । তাঁর হৃদয় দুঃখে-শোকে মুহ্যমান । কবির সে শোকদগ্ধ মনে ঋতুরাজ বসন্তের অপরূপ সমারোহে আগমন কোনো আনন্দের বাণী নিয়ে আসে নি । কবির মন এতই আনমনা যে, তিনি খেয়ালি করেন নি প্রকৃতিতে কখন ঋতুরাজের আগমন ঘটেছে কেননা কবির চেতনা আজ বিমূঢ় ফুলের সুবাস ও পাখির কলরব তাঁর চিত্তে পুলক শিহরণ জাগায় নি । তাঁর বিরহকাতর ব্যথাদীর্ণ হৃদয়ের অনন্ত হাহাকারের জন্যই কবি এসবের সন্ধান রাখেন না । কবি এত ফুলের সৌরভ, দখিনা সমীকরণ দেখে এতটুকুও আবেগকম্পিত হন নি । অন্তরে তাঁর কোনো শিহরণ জাগে নি । তিনি মৌন, তিনি উদাসীন হয়ে আছে ।
কবির অনুরাগী জনৈক ভক্তের বসন্তকে বরণ করে নেয়ার মিনতি জানানোর পর কবি জানতে চাইলেন দিগন্তের পথ বেয়ে সৌন্দর্যের পসরা বোঝাই তরীখানি এসেছে কি না । বসন্তের কোনো আগমনী বাণী তিনি শুনতে পায়নি কেননা কবির মন এখনো শীতের ঋতুতেই আচ্ছন্ন হয়ে আছে ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url