বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন কেন - অনুধাবনমূলক প্রশ্ন ও উত্তর
উত্তর : বসন্তের আগমনের পূর্বক্ষণে কবি তার প্রিয়জনকে হারিয়েছেন । তাই বসন্তের সৌন্দর্য কবির মনে আনন্দ দিতে পারেনি । বেগম সুফিয়া কামাল তাঁর হৃদয়ের সবচেয়ে কাছের জনকে হারিয়েছেন । তাই বসন্তের সৌন্দর্য কবির কাছে অর্থহীন, কারণ কবির হৃদয় দুঃখভারাক্রান্ত ও তাঁর কণ্ঠ নীরব । শীতের করুণ বিদায়কে তিনি কিছুতেই ভুলতে পারছেন না । তাই বসন্ত তার মনে কোনো সাড়া জাগাতে পারছে না । বসন্তের সৌন্দর্য তাঁর কাছে মূল্যহীন, তাঁর মনে কোনো আনন্দ জাগাতে পারছে না ।
উল্লেখ্য, তাঁর প্রথম স্বামী ও সাহিত্যসাধনার উৎসাহদাতা স্বামী নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির অন্তরে যে বিষন্নতা জাগে, তারই সুস্পষ্ট প্রভাব ও ইঙ্গিত এ কবিতায় ফুটে উঠেছে ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url