তাহারেই পড়ে মনে কবিতার মূলভাব - তাহারেই পড়ে মনে কবিতার প্রশ্ন
তাহারেই পড়ে মনে কবিতার মূলভাব
'তাহারেই পড়ে মনে' কবিতাটিতে কবি সুফিয়া কামাল প্রকৃতি ও মানব মনের অনুভূতির সম্পর্কে সুন্দরভাবে তুলে ধরেছেন । এখানে কবি দেখছেন বসন্ত এসে গেছে কিন্তু তাঁর মনে কোন আনন্দ নেই । কবির সঙ্গে স্নিগ্ধ চোখের কথোপকথন থেকে বোঝা যায়, কবি এখন গভীর শোকে আছন্ন । এ কবিতায় কবির ব্যক্তিজীবনের দুঃখময় জীবনের ছায়াপাত ঘটেছে । তাঁর সাহিত্য সাধনার প্রধান সহায়ক ও উৎসাহদাতা স্বামী সৈয়দ নেহাল হোসেনের আকস্মিক মৃত্যুতে কবির জীবনে প্রচন্ড শূন্যতা নেমে আসে । তাঁর ব্যক্তিজীবন ও কাব্যসাধনার ক্ষেত্রে নেমে আসে এক দুঃখসহ বিষণ্নতা । কবিমন আচ্ছন্ন হয়ে যায় রিক্ততার হাহাকারে । 'তাহারেই পড়ে মনে' কবিতাকে আচ্ছন্ন করে আছে এই বিষাদময় রিক্ততার সুর । তাই বসন্ত এলেও কবি নীরব ও উদাসীন আর এভাবেই কবি তাঁর ব্যক্তিগত দুঃখকে প্রকৃতির সৌন্দর্যের সাথে যুক্ত করেছেন ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url