ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর - ফুলের বিবাহ গল্পের MCQ

ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর - ফুলের বিবাহ গল্পের MCQ

ফুলের বিবাহ গল্পের বহুনির্বাচনি প্রশ্ন উত্তর

প্রশ্নঃ ফুলের বিবাহ শীর্ষক পাঠটি কোন গ্রন্থের অন্তর্গত?
উত্তরঃ ফুলের বিবাহ গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 'কমলাকান্তের দপ্তর' গ্রন্থের অন্তর্গত ।

প্রশ্নঃ কোন ফুলের সঙ্গে কোন ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে?
উত্তরঃ মল্লিকা ফুলের সঙ্গে গোলাপ ফুলের বিবাহের কথা উল্লেখ করা হয়েছে ।

প্রশ্নঃ ফুলের বিবাহে ঘটকালি কে করেছিল?
উত্তরঃ ফুলের বিবাহে ভ্রমর ঘটকালি করেছিল ।

প্রশ্নঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও পাত্র গোলাবলালের পদবি কী ছিল?
উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ও পাত্র গোলাবলালের পদবি ছিল গন্ধ্যোপাধ্যায় ।

প্রশ্নঃ ফুলের বিবাহ কে নিতবর হয়েছিল?
উত্তরঃ ফুলের বিবাহ সেঁউতি ৭ ফুল নিতবর হয়েছিল ।

প্রশ্নঃ মল্লিকা গোলাবের বিবাহে পুরোহিত কে?
উত্তরঃ মল্লিকা গোলাবের বিবাহে পুরোহিত নসীবাবুর ৯ বছরের মেয়ে কুসুমলতা

প্রশ্নঃ বাসর ঘরে রসিকতা করতে গিয়ে কে শুকিয়ে উঠেছে?
উত্তরঃ বাসর ঘরে রসিকতা করতে গিয়ে টগর শুকিয়ে উঠেছে ।

প্রশ্নঃ বাসরঘরে কে নীল শাড়ী ছড়িয়ে জমকিয়ে বসেছে?
উত্তরঃ বাসরঘরে ঝুমকা ফুল নীল শাড়ী ছড়িয়ে জমকিয়ে বসেছে ।

প্রশ্নঃ ফুলের বিবাহ কোন মাসের কত তারিখে সম্পন্ন হয়েছিল?
উত্তরঃ ফুলের বিবাহ বৈশাখ মাসের এক তারিখ অর্থ্যাৎ ১লা বৈশাখে সম্পন্ন হয়েছিল ।

প্রশ্নঃ ঘটক যখন গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ কী করছিল?
উত্তরঃ ঘটক যখন গোলাপের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে যায় তখন গোলাপ তাসের সঙ্গে নেচে হেঁসে হেঁসে লাফিয়ে লাফিয়ে খেলা করছিল ।

প্রশ্নঃ বিয়েতে মৌমাছিরা কিসের বায়না এবং কেন সে কাজ করতে পারেনি?
উত্তরঃ বিয়েতে মৌমাছিরা সানাইয়ের বায়না নিয়েছিল এবং গোলাপের বিয়েতে মৌমাছিরা সানাইয়ের বায়না নিয়েও সঙ্গে যেতে পারেনি কারণ গোলাপ রাতকানা ছিল ।

প্রশ্নঃ বরযাত্রায় কার বাহক হওয়ার কথা ছিল এবং শেষ পর্যন্ত কে বাহকের ভূমিকা পালন করেন?
উত্তরঃ গোলাপের বিবাহ যাত্রায় বাতাস বাহক হওয়ার কথা ছিল কিন্তু কাজের মধ্যে কোথায় লুকিয়েছিল দেখা যায়নি । শেষ পর্যন্ত কন্যা পক্ষের কূল রক্ষা করার জন্য স্বয়ং কমলাকান্ত সেই ভার নিয়েছিল এবং বাহক হয়ে সবাইকে মল্লিকাপুরে গিয়েছেন ।

প্রশ্নঃ মল্লিকা কন্যার পিতা কে ও তার অবস্থা কেমন?
উত্তরঃ মল্লিকা কন্যার পিতা ক্ষুদ্র মল্লিকা বৃক্ষ । মল্লিকা বৃক্ষের অবস্থা বড়লোক নয় । তার ওপর আবার অনেকগুলি কন্যাদায়গ্রস্ত ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url