প্রত্যুপকার গল্পের মূলভাব - নবম শ্রেণির বাংলা প্রত্যুপকার গল্পের মূলভাব
প্রত্যুপকার গল্পের মূলভাব
উত্তরঃ "প্রত্যুপকার" গল্পটি আলী আব্বাস নামের এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনি । খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন । নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়প্রাত্র ছিলেন আলী ইবনে আব্বাস । তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন । পরবর্তী সময়ে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নিদের্শে আলী ইবনে আব্বাসের গৃহে তাঁকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় । আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তাঁর মুক্তির জন্য সুপারিশ করেন । বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে, তাঁদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী এবং খলিফার মহত্ত্বও এ রচনায় প্রকাশিত হয়েছে ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url