প্রত্যুপকার গল্পের মূলভাব - নবম শ্রেণির বাংলা প্রত্যুপকার গল্পের মূলভাব

প্রত্যুপকার গল্পের মূলভাব


প্রত্যুপকার গল্পের মূলভাব


উত্তরঃ "প্রত্যুপকার" গল্পটি আলী আব্বাস নামের এক ব্যক্তির প্রতি উপকারের কাহিনি । খলিফা মামুনের সময়ে দামেস্কের জনৈক শাসনকর্তা পদচ্যুত হন । নতুন শাসনকর্তা মামুনের একজন প্রিয়প্রাত্র ছিলেন আলী ইবনে আব্বাস । তিনি স্থানীয় এক সম্ভ্রান্ত ব্যক্তির কাছে আশ্রয় লাভ করে জীবন রক্ষা করেন । পরবর্তী সময়ে আলী ইবনে আব্বাসের আশ্রয়দাতা ওই সম্ভ্রান্ত ব্যক্তি খলিফা মামুনের সৈন্যদল কর্তৃক বন্দী হন এবং খলিফার নিদের্শে আলী ইবনে আব্বাসের গৃহে তাঁকে অন্তরীণ করে রাখার ব্যবস্থা করা হয় । আলী ইবনে আব্বাস বন্দী ব্যক্তির সঠিক পরিচয় জানতে পেরে উপকারীর উপকারের জন্য নিজের জীবনের ঝুঁকি গ্রহণ করেন এবং খলিফার কাছে তাঁর মুক্তির জন্য সুপারিশ করেন । বস্তুত এ রচনায় দুজন মহৎ ব্যক্তির কাহিনি বর্ণিত হয়েছে, তাঁদের একজন নিঃস্বার্থ উপকারী, অন্যজন সকৃতজ্ঞ প্রত্যুপকারী এবং খলিফার মহত্ত্বও এ রচনায় প্রকাশিত হয়েছে ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url